Header Ads Widget

Responsive Advertisement

বিউটি সার্কাস

বিউটি সার্কাস
বিউটি সার্কাস
বিউটি সার্কাস



২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে 'বিউটি সার্কাস' সিনেমার শুটিং শুরু হয়। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য মেলার আয়োজন করেন। ২০১৭ সালে নির্মাণ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগে নির্মাতার। করোনা মহামারির কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটির মুক্তি। অবশেষে রুপালি পর্দায় ধরা পড়তে যাচ্ছে তারকাবহুল চলচ্চিত্রটি। আগামী ২৩শে সেপ্টেম্বর, দেশব্যাপী ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যেই পোস্টার, টিজার ও গান প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমা 'বিউটি সার্কাস'।

২০১৪-১৫ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এই ছবির মাধ্যমে সিনেমার নির্মাতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন মাহমুদ দিদার।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই 'বিউটি সার্কাস' সিনেমার গল্প গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান নারী শিল্পী বিউটি আর তার সার্কাস দলটিকে ঘিরে। বিউটির জাদু প্রদর্শনী আর রুপে পাগল এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। বিউটিকে নিজের করে পাওয়ার প্রতিযোগিতায় নামে তারা। একসময় হুমকির মুখে পড়ে বিউটির সার্কাস। মূলত বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা 'বিউটি সার্কাস'। এতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই সিনেমার মধ্য দিয়েই দীর্ঘদিন পর দেশের বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

জয়া আহসান ছাড়াও 'বিউটি সার্কাস' সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার বলেন, বিউটি সার্কাস বিনোদন, ফান, ফুর্তি, প্রতিশোধের গল্প নিয়ে তৈরি। বিনোদন, ঐতিহ্য এবং সিনেমাটিক ন্যারেটিভ দাঁড় করানোর জন্য সার্কাসের প্রেক্ষাপটটাই আমার সবচেয়ে ভালো মনে হয়েছে, তাই এ প্লটটি আমার বেছে নেয়া। তিনি আরও বলেন, মুক্তির আগেই 'বিউটি সার্কাস' নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। আগামী ২৩শে সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।

Post a Comment

0 Comments