Good Will Hunting
![]() |
Good Will Hunting |
Google Users : 93%R
elease Date :Dec 5,1997 (USA)
Genre : Psychological Drama, Romance.
Starring : Robjn Williams, Matt Damon, Ben Affleck.
Budget : 10 Millions
Box-office : 225 Millions
IMDb : 8.3/10
Personal Ratting : 9.5/10
আমার জীবনে দেখা সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি সিনেমা " Good Will Hunting "। এই সিনেমা আপনাকে জীবনের তীক্ত অতীত থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং জীবনমুখী শিক্ষা পাবেন।
রিভিউ ( হাল্কা স্পয়লার )
উইল হান্টিং নামক জীবনবিমুখ এক তরুনের গল্প।
যার মধ্যে অসম্ভব মেধা রয়েছে। তার অসাধারণ প্রতিভা ব্যবহার করে চাইলেই অনেক এগিয়ে যেতে পারে।কিন্তু প্রতিভার অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও সে অতীতকে আঁকড়ে বসে থাকে। একরাশ গ্লানি দুঃখ কে বহন করতে চায়। এরকম কাউকে কি জীবনের প্রতি ফিরিয়ে আনা সম্ভব?
পৃথিবীর সেরা ইন্সটিটিউটগুলোর
ভালোদিকঃ
অসাধারণ গল্প,গাস ভ্যানের দারুণ ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব সেক্টরেই দারুণ। ঐ বছরে ২টা অস্কারও জয়লাভ করে। সবচেয়ে ভালো দিক হলো এর বাস্তব ধর্মী মোটিভেশনাল উক্তিগুলো। তান্মধ্যে :
-> People call those imperfections, but no, that's the good stuff.
-> Some people can't believe in themselves untill someone else believe in them first.
-> You will have bad times, but it'll always wake up to the good stuff you weren't paying attention to.
-> Liberty is soul's right to breath.
-> It’s not your fault .. ( এটা যাদুকরী একটা sentence যা বুঝতে পারলে অন্তর দৃষ্টি বদলে যেতে পারে।)
মন্দদিকঃ
এই মুভির কোনো নেগেটিভ দিক আমি লক্ষ্য করি নি।যদিও একটু স্লো মনে হতে পারে। কিন্তু আপনি গল্পের মধ্যে ডুবে গেলে তা নজরে আসবে না।
কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ
পরিশেষে বলব মুভি লাভারদের জন্য এটা মাস্ট ওয়াচ।
Happy watching ☺️
0 Comments