The Healer
IMDB : 8.5
Director : Lee Jung Sub, Kim Jin Woo
Cast : Ji Chang Wook, Park Min Young, You Ji Tae
Season : 1 ( 20 Ep )
( স্পয়লার ছাড়া )
প্লটঃ ড্রামাটি একটি নাইট কুরিয়ার বয়কে নিয়ে। যার কাজ হচ্ছে টাকার বিনিময়ে ক্লায়েন্টদের যে কোনো কাজ সম্পন্ন করে দেয়া। সব কাজ করতে পারে শুধু খুন ছাড়া। কেউই তাকে দেখতে পারে নি। কারণ সে রাতের নিশাচর প্রাণীর মতো চলাফেরা করে। এমনি এক কাজ পায় " Someday" নামক পত্রিকার সাংবাদিক "ছে ইয়াং" এর DNA টেস্ট করার জন্য কোনো নমুনা নিয়ে আসার। কাজটি দিয়েছিলেন বিখ্যাত সাংবাদিক "কিম মিন হো" যে কিনা "ছে ইয়াং" এর আইডল। এখন প্রশ্ন হচ্ছে কেন সাংবাদিক কিম মিন হো " Someday" পত্রিকার মতো এক ছোট অনলাইন পত্রিকার সাংবাদিকের DNA টেস্ট করাতে চায়? আর এই দিকে কুরিয়ার বয় "সেও জাং হো" হঠাৎ আবিষ্কার করে সে চেঞ্জ হচ্ছে "ছে ইয়াং" এর সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকে কখন যেন তাকে ভালোবাসতে শুরু করেছে যা তার স্বভাবে যায় না। আর বুঝতে পারে "কিম মিন হো ও ছে ইয়াং" এর মধ্যে গভীর রহস্য রয়েছে। যা তাকে ভাবিত করে তোলে। তাই সে রহস্য উম্মচন করতে গিয়ে এর গভীরে জড়িয়ে পড়ে। অনেক প্রশ্ন-ই তার মাথায় ঘুরপাক খায়। সেসবের উত্তর খুজতে গিয়ে গভীর গর্ত থেকে বেরিয়ে আসে ধুর্ত এক শয়তান যে আড়াল থেকে সবকিছুর নলকাঠি নাড়ে! সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গরাও তার দাসত্ব করে। তার ইশারায় যে কোনো ব্যক্তি ধংস হতে পারে অথবা সমাজের উচ্চপদস্থ ও সম্মানিত ব্যক্তি হিসেবে বেঁচে থাকতে পারে। এর সাথে নায়ক - নায়িকার অতীতও সম্পৃক্ত। এই জাল থেকে তারা কিভাবে বেরিয়ে আসতে পারবে?
মতামতঃ ড্রামাটিতে একশন,সাসপেন্স আর থ্রিল এর মধ্যে নায়ক ও নায়িকার মধ্যে সুইট রোমান্টিক কথোপকথন, অভিমান আরো প্রাণবন্ত করে তুলেছে। সাথে কমেডিগুলোও আপনাকে বেশ আনন্দ দেবে। নায়িকার কিউটনেসের প্রেমে পড়বেন নিশ্চিত। আর BGM হিসেবে যে গানটি রয়েছে তা আমার বেশ প্রিয় একটা গান হয়ে গেছে। " Oh my love" গানটি শুনবেন দেখবেন আপনারও ভালো লাগবে। সিনেমাটোগ্রাফি আর কেমেরার কাজও প্রশংসনীয়। কোরিয়ান ড্রামা অথবা মুভিতে emotional touch থাকবে না তা কি হয়? এটাও ব্যতিক্রম নয়। এই ড্রামা আপনাকে হাসাবে, কাঁদাবে আর রোমান্টিক ফিলও দেবে।
কোরিয়ান লাভারদের জন্য এটা মাস্ট ওয়াচ বলব না। বাট বোরিং হবেন না।
personal Opinion: 9
হ্যাপি ওয়াচিং
0 Comments